বৃহস্পতিবার, ১৫ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ, ১৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উত্তম চরিত্রসমূহ

১। রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম খুব বড় ধৈর্যশীল ছিলেন।
২। সকলের চেয়ে বেশি সহনশীল ছিলেন।
৩। অন্যায়কারীদের ক্ষমা করতেন।
৪। দুর্ব্যবহারকারীদের সাথে ভাল ব্যবহার করতেন।
৫। যে কিছু দিত না, তাকেও তিনি দিতেন।
৬। তাঁর উপর যে জুলুম করতো তাকে তিনি ক্ষমা করে দিতেন।
৭। তিনি কাউকে হেয় মনে করতেন না।
৮। দরিদ্র ও অসহায় রোগীদেরকে দেখার জন্য তাশরীফ নিয়ে যেতেন এবং নিজ হাতে তাদের কাজ করে দিতেন।
৯। তিনি সব সময় গরীবদের জানাজায় যেতেন।
১০। দুর্বল উপবাস ও নিঃস্ব লোকদের কাছে নিজে যেয়ে তাদের সাহায্য করতেন।
৮। তিনি জ্ঞানী গুনী ও চরিত্রবানদের প্রতি সম্মান প্রদর্শন করতেন।
৯। পদমর্যাদাশীলদের প্রতি অনুগ্রহ করতেন।
১০। আত্মীয় স্বজনদের সম্মান করতেন এবং তাদের সাথে সুসম্পর্ক বজায় রাখতেন।
১১। তিনি কখনো প্রতিশোধ নিতেন না।
১২। জিহাদ ছাড়া কোনদিন কাউকে মারেন নি, না কোন খাদেমকে, না স্ত্রী বাদীদেরকে। (ইবনে মাজাহ শরীফ)
১৩। তিনি ছাগলের দুধ দোহন করতেন। (ইবনে মাজাহ শরীফ)
১৪। নিজের কাপড় নিজেই ধুতেন ও তালি লাগাতেন। (ইবনে মাজাহ শরীফ)
১৫। নিজের জুতা নিজেই সেলাই করতেন। (ইবনে মাজাহ শরীফ)
১৬। নিজ হাতে পারিবারিক কাজকর্ম করতেন। (ইবনে মাজাহ শরীফ)
১৭। বাজার সদায় নিজেই বহন করে আনতেন।
১৮। খাদেমদের সাথে খানা খেতেন। (মাদারিয)
১৯। তিনি কখনো কোন সওয়ালকারীকে (কেউ কিছু চাইলে তাকে) না বলেননি। (বুখারী শরীফ)
২০। কেউ কিছু ভেঙ্গে বা নষ্ট করে ফেললে রাগ করতেন না। (নশরুততীব)

Archives

November 2023
S S M T W T F
 123
45678910
11121314151617
18192021222324
252627282930