শনিবার, ৩০শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ, ১১ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
আমাদের কিছু বদ বা খারাপ অভ্যাস আছে । যেগুলো আমরা একটু সতর্ক হলেই আমাদের থেকে বিদায় নিবে । কিন্তু আমরা তা করি না ।ভেবেছি এই বাজে অভ্যাস গুলোর একটি লিস্ট করে টানিয়ে রাখব , যাতে আমার মধ্যে না থাকে ।
যেমন ……
(১) যেখানে সেখানে সেলফী
(২) যেখানে সেখানে নাকের পশম তোলা
(৩) দাঁড়িয়ে পানি খাওয়া
(৪) দাঁত দিয়ে নক কাটা
(৫) কলম কামড়ানো
(৬) আড়িপাতা (লুকিয়ে কারো কথা শোনা )
(৭) গালের ব্রন খোটা
(৮) গায়ে হাত দিয়ে কথা বলা
(৯) কারো মুখের কথা টেনে নিয়ে কথা বলা
(১০) কম্পিউটারে বসেই অজথা Refresh দেওয়া
(১১) একজনের কথা আরেক জনের কাছে বলা
(১২) মোবাইলে মিথ্যা বলা
(১৩) খালি গায়ে থাকা
(১৪) টয়লেটে সিগারেট টানা
(১৫) ভাত খেয়েই টয়লেটে দৌড় দেওয়া
(১৬) যেখানে সেখানে দাঁত খোঁচা
(১৭) যেখানে সেখানে কান খোঁচা
(১৮) নামাজের সময় হওয়ার সময় ফেইসবুক চেক করা
(১৯) অনুমতি না নিয়ে আরেকজনের মালামাল ব্যাবহার করা
(২০) যেখানে সেখানে শরীর চুলকানো
(২১) দাঁড়ি কামড়ানো
(২২) ফেইসবুকে অজতা হায় , হ্যালো বলে নক করা
এরকম আরো অনেক বদ অভ্যাস আছে , যা আমরা প্রতিনিয়ত অন্যদের সামনে করে থাকি । আমার এই কয়টি মনে পড়তেছে । এর বাহিরে আরো থাকতে পারে । আপনার মনে থাকলে আপনিও কমেন্সট বক্সে লিখুন । ভেবেছি এই বাজে অভ্যাস গুলোর একটি লিস্ট করে টানিয়ে রাখব , যাতে আমার মধ্যে না থাকে ।