Admin |
১,৩২৫ views |
অক্টোবর ১৯, ২০১৯ |
নামাজ,আমল সমুহ,Religion |
No |
১০:০৭ পূর্বাহ্ণ |
নামাজের বাহিরে এবং ভিতরে ১৩টি ফরজ রয়েছে। নামাজের বাহিরে ৭ ফরজ এবং ভিতরে ৬ ফরজ
Default Ad Content Here
নামায শুরুর পূর্বে:-
- শরীর পাক
- কাপড় পাক
- নামাযের স্থান পাক
- সতর আবৃত করা
- কেবলামুখী হয়ে দাঁড়ানো
- নিয়ত করা এবং
- ওয়াক্ত মত নামায পড়া।
নামায শুরুর পর:-
- তাকবীরে তাহরীমা বলে নামায শুরু করা
- কেয়াম বা দাড়ানো
- কেরাত পড়া
- রুকু করা
- সেজদা করা এবং
- নামাযে শেষ বৈঠকে বসা এবং সালাম ফিরানো।
কোন ফরজ ছুটে গেলে নামাজ হবে না । পুনরায় নামায আদায় করতে হবে ।