বৃহস্পতিবার, ১০ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে মহর্‌রম, ১৪৪৬ হিজরি

জুব্বা পাগড়ী পড়‌লেই আ‌লেম হ‌লে কোট টাই পড়‌লেই ব্যা‌রিস্টার – লুৎফর রহমান ফরায়েজী

‌পোশা‌কের সা‌থে পদবী জু‌ড়ে দেবার জুলুমটা উলামা‌দের সা‌থেই হয়। আর কোন পেশাদারী‌কে এমন বিব্রত হ‌তে আ‌মি দে‌খি‌নি।

টু‌পি দাড়ী থাক‌লেই আলেম। পাঞ্জাবী আর পাগড়ী থাক‌লে‌তো বিশাল আল্লামা নি‌শ্চিত। এ কেমন মুর্খতা। 
সাদা এ‌্যাপ্রোন গা‌য়ে জড়া‌লেই ডাক্তার? কা‌লো কোট পড়‌লেই মশাই নি‌শ্চিত এ্যাড‌ভো‌কেট।
এমন মন্তব্য যে চরম মুর্খতা। উন্মাদ ছাড়া একথা সবার জানা।

হুজু‌গে বাঙ্গালী ব‌লে কথা। সব বিষ‌য়েই গভীর ষড়যন্ত্র, কূটনী‌তি খোঁজা আমা‌দের বদভ্যা‌সে প‌রিণত হ‌য়ে‌ছে।
আ‌মি দে‌শের কোন হোমরা চোমরা নই যে, সব বিষ‌য়েই আমার একখান মন্তব্য থাক‌তে হ‌বে। তাই অ‌নেক তোলপাড় করা বিষ‌য়েও মুখ খু‌লি না। চুপ থাকাই নিরাপদ ম‌নে ক‌রি। যখন ম‌নে হয় সীমালঙ্ঘণ হ‌চ্ছে তখন কিছু বল‌তে ম‌নে চায়।
আ‌জো ব‌াধ্য হ‌য়ে দু’কলম লিখ‌তে ব‌সে‌ছি।
‌বিষয় আ‌লো‌চিত পেয়ার আলী!

দু’‌দিন ধ‌রেই ফেবুর হট ট‌পিক আহসান হাবীব পেয়ার। পূর্ণ যাচাই ছাড়া পক্ষ বিপ‌ক্ষে অবস্থান নেয়া শুধু অপছন্দ নয় ঘৃণা ক‌রি। তাই তা‌কে ভাল মন্দ কোনটাই না ব‌লে নী‌তি হল “ও‌য়েট এন্ড সী”।
বামপন্থী মি‌ডিয়াগু‌লো দা‌ড়ী টু‌পি মা‌নেই “মাওলানা” ব‌লে বকরীর তিন নাম্বার বাচ্চার মত কোরাস গাই‌বে এটা চিরচা‌রিত নিয়ম।
কিন্তু তু‌মি আবেগীর হল কী? তু‌মিও একই প‌থের প‌থিক কেম‌নে হ‌লে? অ‌ভি‌নেতা পোশাকী বুযুর্গ‌কে দাওরা ফা‌রিগ মাওলানা বল কিভা‌বে?
‌অ‌ভি‌নেতা পেয়ার আলী কোন মাদরাসা থে‌কে দাওরা ফা‌রিগ?
অশুদ্ধ তিলাওয়াত আর কিন্নুরী কণ্ঠধারী ন্যাকা সু‌রেলা মানুষটা‌কে কোন মাদরাসা মাওলানার ডি‌গ্রি দি‌য়ে‌ছে?
না জে‌নে, নি‌শ্চিত না হ‌য়ে তা‌কে আ‌লেম আ‌লেম ব‌লে উলামা মোহাব্ব‌তের নামে আপ‌নি আ‌মি কি উলামা‌দের অপমান কর‌ছি না?
চ্যা‌লেঞ্জ কর‌ছিঃ এই লোক আ‌লেম নয়। আ‌লেম হ‌তেই পারে না। আ‌লেম হ‌লে প্রমাণ পেশ করুন!

শেষ কথা!

প‌রিচয় নেই। সরাস‌রি দে‌খিও‌নি কোন‌দিন। তাই ভালমন্দ কোনটাই বল‌বো না!
ত‌বে সস্তা আ‌বেগী ন্যাকামী পছন্দ হয়‌নি।

‌মানুষটা মাজলুম হ‌লে ইজ্জ‌তের সা‌থে মু‌ক্তি পাক। অপরাধী হ‌লে খাঁ‌টি তওবার তৌ‌ফিক হউক।

Archives

July 2024
S S M T W T F
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031