ওযু ভঙ্গের কারণ ৭টি
Admin |
২৫,২১১ views |
আগস্ট ৫, ২০১৭ |
Religion,আমল সমুহ |
No |
৮:৩২ অপরাহ্ণ |
- পায়খানা বা পেশাবের রাস্তা দিয়া কোন কিছু বাহির হওয়া ( সামান্য হলেও ) ।
- মুখ ভরিয়া বমি হওয়া ।
- শরীরের ক্ষতস্থান হইতে রক্ত, পুঁজ বা পানি বাহির হইয়া গড়াইয়া পড়া ।
- থুতুর সাথে রক্তের ভাগ সমান বা বেশী হওয়া ।
- চিৎ বা কাৎ হইয়া হেলান দিয়া ঘুমানো ।
- পাগল, মাতাল, অচেতন হওয়া ।
- নামাযে উচ্চস্বরে হাসা ।