শনিবার, ২০শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ২রা রবিউস সানি, ১৪৪৬ হিজরি
বিশ্বখ্যত বুযুর্গ ক্বারী ইব্রাহীম সাহেব রহ: প্রতিষ্ঠিত দেশের প্রাচীনতম ইসলামী বিদ্যাপীঠ জামিয়া ইসলমিয়া ইব্রাহীমিয়া (উজানী, কচুঁয়া, চাঁদপুর) মাদরাসার ২দিন ব্যাপী বার্ষিক মাহফিল আগামীকাল ০৪ জানুয়ারি (বৃহস্পতিবার) সকাল ১০টা থেকে শুরু হবে।
মাহফিলে বয়ান করবেন দেশের শীর্ষ উলামায়ে কেরাম।
মাহফিলের প্রস্তুতি সম্পর্কে জানতে চাইলে মাদরাসার মুহতামিম, বিশিষ্ট লেখক ও গবেষক আল্লামা মাহবুবে এলাহী ইনসাফ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মাহফিলের সকল প্রস্তুতি ইতিমধ্যে শেষ হয়েছে। এবারের মাহফিলে একই সাথে তিন লক্ষ মুসল্লির নামাজের ব্যবস্থাসহ থাকছে থাকা-খাওয়া ও অজু-ইস্তিঞ্জার সু-ব্যবস্থা।
তিনি আরো জানান,দেশের বিভিন্ন অঞ্চল থেকে মুসল্লিরা ইতিমধ্যে দলে দলে আসতেও শুরু করেছেন।
আগামী শনিবার ফজরের নামাজের পর আখেরী মুনাজাতের মাধ্যমে মাহফিল সমাপ্ত হবে।
আখেরী মুনাজাত পরিচালনা করবেন উজানীর মরহুমপীর আল্লামা মুবারক করিম (রাহমাতুল্লাহি আলাইহি) এর বড় ছেলে আল্লামা ফজলে এলাহী (পীর সাহেব উজানী)