বৃহস্পতিবার, ২০শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ৩রা জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি
যদি এ চারটির কোন একটি বা কোন অংশ ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃত না ধোয়া হয় তাহলে অজু হবে না। আর অজু না হলে নামাজ, কোরআন স্পর্শ করা ইত্যাদি কোন ইবাদতই জায়েয হবে না। ফরজ পরিপূর্ণভাবে আদায় করার জন্য প্রয়োজন হলো, সুন্নাত ও নফলের প্রতি গুরুত্ব দেওয়া। সুতরাং অজু করার সময় সুন্নাত ও আদবগুলো উত্তমরুপে আদায় করার চেষ্টা করা উচিত।
অজুর ফরজ চারটি:-
১। সমস্ত মুখ একবার ধোয়া। মুখের সীমানা হলো, কপালের চুলের গোড়া থেকে থুতনীর নিচ পর্যন্ত এবং এক কানের লতি থেকে আরেক কানের লতি পর্যন্ত।
২। উভয় হাত কনুইসহ ভালভাবে একবার ধোয়া।
৩। মাথার চার ভাগের একভাগ মাসেহ করা। ৪। উভয় পা টাখনুসহ একবার ভালভাবে ধোয়া।
উল্লেখিত চারটি ফরজ আদায় করার সাথে সাথে নিম্ন বর্ণিত সুন্নাতগুলো যথাযথভাবে আদায় করলে অজু পরিপূর্ণ হবে এবং পূর্ণ সওয়াব পাওয়া যাবে।