শুক্রবার, ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

মাওলানা যুবাইর বয়ান করছেন ; ১১ টায় মোনাজাত

বিশ্ব ইজতেমার বয়ান 

টঙ্গির তুরাগ তীরে চলমান তাবলিগ জামাতের ৫৩তম বিশ্ব ইজতেমার শেষ দিন আজ। আজ বেলা ১১টায় আখেরী মুনাজাতের মধ্য দিয়ে শেষ হবে প্রথম পর্বের ইজতেমা।

মুনাজাত পূর্ব বয়ান করেছেন রাজধানী কাকরাইলের তাবলিগের মারকাজ মসজিদের শুরা সদস্য হাফেজ মাওলানা মোহাম্মাদ জোবায়ের । সকাল ১০ টা থেকে তিনি বয়ান শুরু করেছেন এবং মুনাজাতের আগ পর্যন্ত বয়ান করবেন।

এদিকে, সকাল সোয়া ৮টা থেকে কাকারাইলের মুরুব্বি মাওলানা আবদুল মতিন হেদায়েতি বয়ান করেছেন।

কাকরাইলের মারকাজের এই দুই মুরুব্বির আলোচনা ও দোয়া পরিচালনার মধ্য দিয়ে তাবলিগ জামাতের ৫৩ তম ইজতেমা শেষ হবে।

উল্লেখ্য যে, ৫৩তম বিশ্ব ইজতেমার প্রথম ধাপ রোববার (১৪ জানুয়ারি) আখেরি মুনাজাতের মধ্যদিয়ে শেষ হবে। ৪ দিন বিরতির পর আগামী ১৯ জানুয়ারি শুরু হবে বিশ্ব ইজতেমার দ্বিতীয় ধাপ। ২১ জানুয়ারি আখেরি মোনাজাতের মাধ্যমে বিশ্ব ইজতেমার দ্বিতীয় ধাপ শেষ হবে।

Archives

April 2024
S S M T W T F
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930